ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হলো বাংলাদেশে
ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে এর ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ১২ রবিউল আউয়াল’কে অশেষ পুণ্যময় ও আশীর্বাদ”ধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণ মুসলমান”রা। আরব জাহান যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হজরত মুহাম্মদ (সা.)-কে বিশ্ব”জগতের জন্য রহমত”স্বরূপ পাঠিয়ে ছিলেন মহান আল্লাহ।
সোমবার ( ১৫ ”ফেব্রুয়ারি ”) মন্ত্রি”পরিষদ বিভাগ থেকে মন্ত্রি”পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞা’পন জারি করা হয়েছে । এতে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
আরও পড়ুনঃ পেন্সিলে হযরত মোহাম্মদ (সাঃ) এর নাম আর্ট করলেন Fouad Kebdani
এছাড়া বিদেশি কূট’নৈতিক মিশন এবং দূতা’বাস গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে ব্লে জানায় । অবি”লম্বে এ নির্দেশ”না কার্যকর হবে বলেও প্রজ্ঞা’পনে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। এ দিনটি মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
‘রাষ্ট্রী’য় মর্যাদা’ দেওয়া হয়েছে, ”বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)” এর জন্ম ও ওফাত দিবস ১২ ‘রবি’উল’ আওয়াল”কে। সােমবার (১৫ ‘ফেব্রুয়ারি’) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনােয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন। জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদে মিলাদু’ন্নবীর দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাস”গুলােতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। এ দিনটি মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।